চুয়াডাঙ্গায় দুই বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।

শনিবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার (১৭ ডিসেম্বর) পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০)।তাদের বাড়ি দর্শনা থানার ছয়ঘড়িয়া এলাকায়।

ইউপি চেয়ারম্যান জানান, শনিবার দিবাগত রাতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রাম সংলগ্ন ৯ নং পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশ সময় বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন।