ছাত্র জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা সম্পন্ন

Exif_JPEG_420

পয়গাম ডেস্ক :

আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক  আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও  মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে শাখার সহ সভাপতি কাউসার আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাহিদ হাসান ও সহ সাধারণ সম্পাদক তানভীর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদিমানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নূরুল আলম ইসহাকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা মুঈনুদ্দীন মানিক। 

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন শাখার সহ সাধারণ সম্পাদক সাইফ বিন জামাল,  অর্থ সম্পাদক লুৎফর রহমান, সাহিত্য সম্পাদক উমায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক নেয়ামুল ইসলাম প্রমুখ।

বক্তব্যে আলোচকবৃন্দ বাংলাদেশের বিজয় ও মুক্তিযুদ্ধে জমিয়তের নেতৃবৃন্দ ও উলামায়ে কেরামগণের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । এবং বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার প্রতি সকলের প্রতি গুরুত্বারোপ করেন।। 

পরিশেষে বাংলাদেশের সাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি বশিরুল হাসান খাদিমানি।