ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার পর থেকে মহাসড়কে যানজেটর সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজেটের তীব্রতা বাড়তে থাকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দূর পাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে সময় পার করতে হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ জানান, ছুটির দিনে প্রায় সময় যানজট থাকে। আজ সকাল থেকে যানজট শুরু হয়েছে। মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫-২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের আমরা কাজ করছি।