জনগণকে বিভ্রান্ত করে আন্দোলন দমাতে ষড়যন্ত্র করছে সরকার:  খন্দকার মোশাররফ


সরকারের প্রতিহিংসার কারণে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সম্পদ ক্রোক করার আদেশ ফরমায়েশি ও প্রতিহিংসাপরায়ণ- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, এসব আদেশ দিয়ে তারেক রহমানকে নেতৃত্ব থেকে দূরে রাখা যাবে না।। এ মামলা মিথ্যা, রায় ফরমায়েসি। এ রায় প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

শনিবার (৭ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানের সম্পদ ক্রোক করার আদেশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।এ সময় খন্দকার মোশাররফ বলেন, জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ১/১১ সময়কার মামলা। গণ আন্দোলনে ভীত হয়েই সরকারের ইঙ্গিতে এ আদেশ দেয়া হয়েছে। সরকার প্রতিনিয়ত মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন যেন আজ বিএনপি দমন কমিশনে পরিনত হয়েছে।। দেশের সীমাহীন দুর্নীতি দুদকের চোখে পড়ে না। জনগণকে বিভ্রান্ত করে আন্দোলন দমাতেই ষড়যন্ত্র করছে সরকার।

এ সময় তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ।