
পয়গাম ডেস্ক :
আগামী ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল ও সদস্য সম্মেলন “ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তন”মতিঝিল অনুষ্ঠিত হবে।
উক্ত কাউন্সিলকে ঘিরে মহানগরীর নেতা-কর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে কাউন্সিল বাস্তবায়ন কমিটি মনে করেন। ইতিমধ্যে আসন্ন কাউন্সিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কাউন্সিল বাস্তবায়ন কমিটি। পৌঁছে দেয়া হয়েছে কাউন্সিলরবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাওয়াতপত্র।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি মকবুল হোসাইন কাসেমী আগত ২৯ ডিসেম্বর-এর কাউন্সিল ও সদস্য সম্মেলনকে সফল করার জন্য মহানগর উত্তরের সকল দায়িত্বশীলকে আহ্বান জানান।