জমিয়তে তালাবায়ে কওমিয়ার নাশিদ সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদন: আপডেট ২২ ডিসেম্বর ২০২২

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের জমিয়তে তালাবায়ে কওমিয়া [ছাত্র সংসদ] এর বার্ষিক প্রতিযোগিতা ২০২২ – এর তৃতীয় অধিবেশন “নাশিদ সন্ধ্যার” কার্যক্রম অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। 

কেরাত অধিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে হাদিস মুখস্থ, আরবি বক্তৃতা, হাদর নাজেরার মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।

দুপুরে উর্দূ বক্তৃতা ও আদইয়ায়ে মাসুনাহর বিভিন্ন গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাদ মাগরিব থেকে স্বরচিত কবিতা আবৃত্তি, হামদ- নাত ও ইসলামি সঙ্গিতের পর্ব শুরু হয়।

এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দা. বা. ও জামিয়ার উস্তাদদের আগমনে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।