জমিয়ত নির্বাচনেও অংশ নেয়নি এবং কোন দল বা প্রার্থীকে সমর্থনও করেনি

১২ই ডিসেম্বের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষ থেকে অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী স্বাক্ষরিত দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এতে অংশগ্রহণও করেনি এবং এই নির্বাচনে কোন দল কিংবা কোন প্রার্থীকে সমর্থনও দেয়নি। এর পরেও যদি দেশের কোথাও কারো কোন নির্বাচনী মতবিনিময় সভায় স্থানীয় কিংবা কেন্দ্রীয় পর্যায়ের দলীয় কোন দায়িত্বশীল যোগদান করে কোনরূপ বক্তব্য প্রদান করে থাকেন অথবা দলের কেউ যদি তার নিজস্ব আইডি থেকে অন্য কোন দলের প্রার্থীর পক্ষাবলম্বন করে কোন প্রকার পোস্ট দিয়ে থাকেন তাহলে তা কোন ভাবেই দলীয় বক্তব্য ও সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে না, বরং এ ধরণের যে কোন কাজ দলের শৃঙ্খলাপরিপন্থী হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

অতএব উপর্যুক্ত বিষয়ে সতর্ক থাকার জন্য দলের সব সাংগঠনিক জেলা ও মহানগরসহ সকল শাখার দৃষ্টি আকর্ষণ করা হল।