জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৯০

উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯০ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তুপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে আছেন। হতাহতদের অধিকাংশই নারী এবং শিশু। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, জাবালিয়া শহরের আল বারশ এবং আলওয়ান পরিবারের একটি আবাসিক এলাকায় ইসরায়েল এই হামলা চালায়। আহতদেরকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।  

নিহতদের মধ্যে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের মুখপাত্র দাউদ শেহাবের ছেলেও রয়েছেন। মুঠোফোনে আল জাজিরাকে দাউদ জানান, মনে হচ্ছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। কিন্তু ইসরায়েলি হামলার তীব্রতার কারণে তাদেরকে বের করে আনা প্রায় অসম্ভব।

এদিকে, মধ্য গাজার দির আল বালাহ এলাকায় আরেক ইসরায়েলি হামলায় ১২ জন এবং দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন।