দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে পবিত্র মাহে রমজানব্যাপী বিশেষ তাফসির কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে ২০ শাবান, ১৩ মার্চ সোমবার থেকে । ভর্তি চলবে শাবান মাসের শেষ তারিখ পর্যন্ত।
প্রতি বছরই তালিমুল কুরআন সমিতি বাংলাদেশ-এর উদ্যোগে আরজাবাদ মাদরাসায় রমজান মাসব্যাপী বিশেষ তাফসির কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে। আজ (বৃহস্পতিবার ০২ মার্চ) তালিমুল কুরআন সমিতি বাংলাদেশ প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়— প্রতি বছরের ন্যায় যথারীতি এ বছরও উক্ত তাফসির কোর্স অনুষ্ঠিত হবে। আকাবিরে দারুল উলুম দেওবন্দের অনুসারী কমপক্ষে জালালাইন/ফাজিল পাশ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে। ২০০ টাকা ভর্তি ফরম ও ২৫০০ টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি হওয়া যাবে কোর্সে। কোর্সে অংশগ্রহণকারী সকলের জন্য তালিমুল কুরআন সমিতির পক্ষ থেকে বিনামূল্যে থাকা-খাওয়ার সুব্যবস্থা থাকবে।
পবিত্র কুরআন সমগ্র মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত একমাত্র জীবনবিধান। এর সঠিক অনুসরণ-অনুকরণেই রয়েছে জাগতিক প্রশান্তি এবং পারলৌকিক মহামুক্তি। জীবন সংগ্রামের সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে পবিত্র কুরআনের মাঝে। তাই যুগ যুগ ধরে পবিত্র কুরআন মজীদের উপর গবেষণা ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা চালু রয়েছে মুসলিম সমাজে। এরই ধারাবাহিকতায় শাইখুত তাফসীর হযরত আল্লামা আহমদ আলী লাহোরী রহ.-এর সুযোগ্য শাগরিদ মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. বাংলাদেশে সর্বপ্রথম সংক্ষিপ্ত পরিসরে তাফসির প্রশিক্ষণ কোর্স চালু করেন। আজ অবধি আরজাবাদ মাদরাসায় সে ধারা অব্যাহত রয়েছে।
জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম ও তালিমুল কুরআন সমিতির বর্তমান সম্পাদক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জানান— বর্তমান যুগে মানুষের সামনে আল-কুরআনের সর্বজনীন দাওয়াত পেশ করা উলামায়ে কেরামের অপরিহার্য কর্তব্য। সেজন্য প্রয়োজন কুরআনের ব্যাখ্যায় দক্ষ উলামায়ে কেরাম। সে লক্ষ্য নিয়েই তালিমুল কুরআন সমিতি প্রতি বছর এ কোর্স আয়োজন করে থাকে। কাদিয়ানী, বাহাই, শিয়া, মওদুদী, খ্রিষ্টান ও ইহুদি মতবাদের উপর বিশেষ দালিলিক পর্যালোচনা, তাদের যুক্তি খণ্ডন ও অসারতা প্রমাণ করা এ কোর্সের বিশেষ বৈশিষ্ট্য।
ReplyForward |