জামিয়া আরজাবাদ পরিদর্শনে করাচীর মুফতি আব্দুল মান্নান

মুহাম্মদ যোবায়ের:
৯ নভেম্বর (বুধবার) বাদ মাগরিব দারুল উলুম করাচির সহকারী মুফতি মাওলানা আব্দুল মান্নান ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরজাবাদ পরিদর্শন করেন।
প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন যাকারিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে‌ জামিয়া পরিদর্শন করেন। খুশি ও উচ্ছাস প্রকাশ করেন। এরপর বিন্নুরী রহ.-এর বিশিষ্ট শাগরেদ শাইখুল হাদিস, মুফতি তাজুল ইসলামের সাথে সাক্ষাত করেন।
ইফতা বিভাগে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, শুধু দরসি  কিতাবাদী পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অধিক পরিমাণে কিতাব মোতালা করতে হবে। যুগ সচেতন হতে হবে। যুগের অবস্থা সম্পর্কে অবগত থাকতে হবে।
মাওলানা আব্দুল মান্নান দারুল উলূম করাচির দারুল ইফতায় ২৫ বছর যাবৎ সহকারী মুফতীর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘ ৪৫ বছর শায়খুল ইসলাম মুফতী তাকী উসমানী ও মুফতী রফী উসমানীর সংশ্রবে রয়েছেন।তার স্বাক্ষরিত লাখ লাখ ফতোয়া বিশ্বজুড়ে প্রচারিত হচ্ছে।আধ্যাত্মিক জগতে তিনি হাকিম আখতার সাহেব রহ. এর বিশিষ্ট খলীফা । এছাড়াও তিনি সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতী আবুল কালাম যাকারিয়া রহ.-এর সহপাঠি, ও সিলেট দরগাহ মাদরাসার ফারেগ।