জামিয়া আরজাবাদ পরিদর্শনে বিশিষ্ট দায়ী ও ইসলামি স্কলার শায়খ মাহমুদুল হাসান আল আজহারী

পয়গাম ডেস্ক :

২ জানুয়ারী ২৩ (সোমবার) শায়খ মাহমুদুল হাসান আল আজহারী জামিয়ার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অতঃপর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ পরিদর্শন করেন।

এসময় তিনি জামিয়ার পশ্চিমপার্শে অবস্থিত নব নির্মাণাধীন ১০ তলা ভবন শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানি রহঃ পরিদর্শন করেন।

উল্লেখ্য শায়খ মাহমুদুল হাসান আল আজহারী লন্ডনের এসেক্স জামে মসজিদ অ্যান্ড একাডেমির খতিব ও প্রিন্সিপাল। এছাড়াও তিনি ডিরেক্টর: টিভি ওয়ান ইউকে ও স্কাই ৭৮১ এবং ডিরেক্টর: QNS Academy london।।

সফরসঙ্গী হিসেবে ছিলেন : লেখক ও অনুবাদক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, লেখক ও অনুবাদক মাওলানা আতিক উল্লাহ, লেখক ও গবেষক মুফতি মঞ্জুর ছিদ্দিকী, মাকতাবাতুল আজহারের স্বত্বাধিকারী ওবায়দুল্লাহ আযহারী প্রমূখ।