![](https://poygam24.com/wp-content/uploads/2024/01/1706709152364-01-1024x771.jpeg)
৩১ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় ফেদায়ে মিল্লাত আওলাদে রাসূল আল্লামা সাইয়েদ আসআদ মাদানি রহ.-এর ছোট সাহেবজাদা সাইয়েদ মওদুদ মাদানি দা. বা. জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে আগমণ করেন।
এ সময়ে জামিয়া আরজাবাদের প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ক্বারী আব্দুল খালেক আসআদী ও নাজেমে দারুল ইকামা, খলিফায়ে ফেদায়ে মিল্লাত মুফতি আনোয়ার মাহমুদসহ জামিয়া উস্তাদবৃন্দ তাকে স্বাগত জানান।
সাইয়েদ মওদুদ মাদানি জামিয়া আরজাবাদের নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট শাইখুল ইসলাম হোসাইন মাদানি রহ. মঞ্জিল ও মাদানি মেহমানখানা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জামিয়ার সার্বিক খোঁজ খবর নেন এবং উন্নতি অগ্রগতি ও জামিয়া অসম্পূর্ণ কাজের জন্য উপস্থিত উস্তাদবৃন্দ ও মেহমানদেরকে নিয়ে দোয়া করেন।