
শনিবার (২০ জানুয়ারি) বাদ ফজর জামিয়া হযরত বেলাল রাযি. মাদরাসায় সমাপনী দরস প্রদান করেন আওলাদে রাসূল সা. সাইয়িদ হুসাইন আহমদ মাদানি রহ.-এর দৌহিত্র ও জমিয়তে উলামায়ে হিন্দ উত্তর প্রদেশের সেক্রেটারি সাইয়িদ হাসান আসজাদ মাদানি দা. বা.।
জামিয়া হযরত বেলাল রাযি.-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শামসুল আরেফিন খাঁন সাদীর সভাপতিত্ব অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জামিয়ার সকল উস্তাদবৃন্দ, ছাত্রবৃন্দ, এলাকাবাসী ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানি রহ.-এর অনুকরণে প্রতি বছরই বিভিন্ন দাওয়াতি ও ইসলাহি প্রোগ্রামে যোগ দিতে মাদানি পরিবারের সদস্যবৃন্দ বাংলাদেশে সফর করে থাকেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আসলেন সাইয়িদ হাসান আসজাদ মাদানি দা. বা.।
সাইয়িদ হাসান আসজাদ মাদানি প্রায় ১০/১২ দিনের সফরে গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধা ৭ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সফরে তিনি ঢাকা সিলেটসহ বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত, দোয়া মাহফিল ও বিভিন্ন ইসলাহি প্রোগ্রামে অংশগ্রহণের কথা রয়েছে।