জামিয়া হযরত বেলাল রাযি. -এর ৩দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জামিয়া হযরত বেলাল রাযি. -এর ৩দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জামিয়া হযরত বেলাল রাযি. -এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মওলানা মুফতী শামছুল আরিফীন খান সা’দী সাহেব দা.বা.  -এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত মওলানা আব্দুল কুদ্দুস সাহেব দা.বা.,শায়খুল হাদীস ও শিক্ষা সচিব,জামিয়া হুসাইনিয়া আরজাবাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   জনাব হাবিবুর রহমান হাকিম সাহেব, যুগ্মসচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম সাহেব, মুদাররিস, জামিয়া হোসাইনিয়া আরজাবাদ। 

এছাড়াও জামিয়ার সাথে সংশ্লিষ্ট অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজন আজকের চমৎকার আয়োজনে অংশগ্রহণ করেন। পরিশেষে যোহরের নামাজের পর সবার উপস্থিতিতে হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দা.বা. এর দোয়ার মাধ্যমে ছাত্রাবাসের জন্য  ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রতিযোগিতার বিষয়াবলী:-

কেরাত, হদর, অর্থসহ হাদিস মুখস্ত, হামদ ও না’ত, আসমাউল হুসনা, বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি,  ড্রয়িং, হাতের লেখা, বাংলা, উর্দু, আরবি ও ইংরেজি বক্তিতা। 

পাশাপাশি প্রতিভা বিকাশের জন্য ১৬-ই ডিসেম্বর উপলক্ষ্যে নিম্নবর্ণিত ক্রীড়া_প্রতিযোগিতায়ও কয়েক গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

১-ব্যাডমিন্টন, ২-হাডুডু, ৩-বলিবল, ৪-দৌড়, ৫-হাড়িভাঙ্গা, ৬-লং জাম্প, ৭-বিস্কুট, ৮-মোরগ লড়াই ইত্যাদি।

প্রথম ধাপে পুরস্কার বিতরণ:-

২য় সাময়িক পরীক্ষায় (A+) মুমতাজপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের মধ্য পুরস্কার বিতরণ।

দ্বিতীয় ধাপে পুরস্কার বিতরণ:-

বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ।

তৃতীয় ধাপে পুরস্কার বিতরণ:-

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ানদের মধ্যে পুরস্কার বিতরণ।