
পয়গাম ডেস্ক :
আপডেট :১৪ ডিসেম্বর ২০২২
১৬ ডিসেম্বর শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে জামিয়া হযরত বোলাল রা. মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিজয় র্যালিঅনুষ্ঠিত হবে।
জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শামছুল আরিফীন সাদীর সভাপতিত্বে প্রায় ৩০০ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীকাল (১৫ ডিসেম্বর) থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজয়ীদেরকে ১৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুম’আ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ এর মুহতামিম হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। এছাড়াও অনুষ্ঠানে জামিয়ার শিক্ষকবৃন্দ, মাদরাসার হিতাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীরা, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য মহান বিজয় দিবস উপলক্ষে জামিয়া হযরত বেলাল রাছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও র্যালিঅনুষ্ঠিত হবে।