২৬ ফেব্রুয়ারী সোমবার হাফেজ মাওলানা শামছুল আরিফীন খান সাদী দা.বা. পরিচালিত জামিয়া হযরত বেলাল রাযি. এর চতুর্থ তলা বিশিষ্ট দারে আবু বকর রাযি. ছাত্রাবাস” ভবনের নির্মাণ কাজ দোয়ার মাধ্যেমে উদ্ধোধন করা হয়।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিচালনা করেন: হযরত মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দা.বা. মুহতামিম, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিরপুর।
এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন : জনাব আলহাজ্ব আনয়ারুল বশির খান সাহেব। জনাব হাফেজ শামছুল আলামীন খান সাব্বির সাহেব । প্রিন্সিপাল, মাদরাসাতুল কুরআন, রিচমোন্ড, ব্লাকটাউন, সিডনি, অস্ট্রেলিয়া। জনাব, ড. শাহ্ আলম সাহেব, প্রফেসর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। জনাব ডা. রেজওয়ানুর রহমান সাহেব, কিডনী রোগ ও ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। জনাব নুর মুহাম্মদ সাফিউল কবীর চৌধুরী সাহেব। জনাব নাফিস খান রঞ্জু সাহেব সহ অনেক মুসল্লীয়ানে কেরাম, জামিয়ার আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মহৎ কাজ উদ্ধোধন হয়।