জেনিনে ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা হামাসের

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত হয়। এসব ফিলিস্তিনিদের দাফনে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।নিহতদের মরদেহ নিয়ে শোক মিছিল করেছেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরাইলবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। ইসরাইলের কট্টর ডানপন্থি নতুন সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এক অভিযানে এমন হতাহতের ঘটনা ঘটল।

এ ঘটনায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আব্বাস বলেন, ‘আমাদের জনগণের ওপর আগ্রাসনের কারণে এবং নিরাপত্তাসহ স্বাক্ষরিত চুক্তিগুলো লঙ্ঘন করায় আমরা মনে করি, ইসরাইলি দখলদার সরকারের সঙ্গে নিরাপত্তা সমন্বয় এখন আর বিদ্যমান নেই৷ আমরা ফিলিস্তিনি সন্তানদের সম্মানজনক অবস্থানের জন্য এবং আমাদের জনগণের স্বার্থরক্ষার জন্য স্যালুট জানাই। বসতি স্থাপনকারী সন্ত্রাসবাদ এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে আমাদের জনগণকে আরও কিছু করার আহ্বান জানাই।’

এর আগে ইহুদিবাদী সেনারা অস্ত্র সজ্জিত অন্তত ৭০টি গাড়ি নিয়ে জেনিন শহরে প্রবেশ করে। এসময় জেনিন শরণার্থী শিবিরের লোকজন ইসরাইলি সেনাদের বাধা দেয়ার চেষ্টা করলে তাদের ওপর নির্বিচারে গুলি চালায় বর্বর সেনারা। এতে অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে একজন বয়স্ক নারী রয়েছেন।

এদিকে, গতকালের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আবু আরুরি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরাইলকে চরম মূল্য দিতে হবে। তিনি পরিষ্কার করে বলেন, “হামাসের জবাব খুব বেশি দেরি হবে না। আমাদের জাতির ইচ্ছা শক্তি দখলদার সরকারের চেয়ে শক্তিশালী। ইহুদিবাদীদের এই অপরাধযজ্ঞ ফিলিস্তিনিদের মনোবল এবং প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করবে।”

অন্যদিকে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা বলেছেন, “পশ্চিম তীর এবং জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর অপরাধযজ্ঞ জিহাদ আন্দোলনের প্রতিরোধকে থামিয়ে দিতে পারবে না বরং আমাদের জাতির সাহসী যোদ্ধারা মাঠেই থাকবে। তারা ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই চালিয়ে যাবে।

সম্প্রতি পশ্চিমতীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা বেড়েছে। সন্ত্রাসবাদবিরোধী অভিযানের কথা বলে প্রায় প্রায়ই সেখানে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সামরিক বাহিনী। পশ্চিমতীরে এই জানুয়ারিতে এখন পর্যন্ত অন্তত ৪০ জন সশস্ত্র ও সাধারণ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর গত বছর দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হন। এদের বেশিরভাগই ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে নিহত হন। সূত্র: আল-জাজিরা/বিবিসি/এপি