
মাত্র ১৫ মিনিটের ঘূর্ণিঝড় পুরো মৌলভীবাজার জেলাকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলছে। রবিবার রাত সোয়া ৯টার দিকে এই ঝড় শুরু হয়। এসময় জেলার বেশিরভাগ লোক তারাবি নামাজে ব্যস্ত ছিলেন।
ঝড়ে অনেক এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে শহরসহ জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
পিডিবির স্থানীয় কার্যালয় বলতে পারছে না কখন তা সচল হবে।
রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ের বিস্তারিত ক্ষয়ক্ষতি জানা যায়নি।