
টাঙ্গাইল কমিউটার কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাসাই উপজেলার সোনালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
এর আগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি টাঙ্গাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইঞ্জিনটি দ্রুত সচল করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।