রেললাইনে বসে গেম খেলার সময় জামালপুরের মেলান্দহে কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু।
সোমবার দুপুরে এই দুরমুট রেলওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- শাকিল ও মজিবর। তারা দুজনই রুকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফরিদ উদ্দিন জানান, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে তারা কানে হেডফোনে লাগিয়ে মোবাইলে গেমস খেলছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রুকনায় রেলক্রসিং অতিক্রম করার সময় তারা ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই এনামুল ইসলাম বলেন, তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনা অপমৃত্যুর মামলা করা হবে।