ডলার সংকটে ওষুধের কাঁচামাল আমদানি সমস্যায় ওষুধ প্রস্তুতকারীরা 

ডলার সংকটে ওষুধের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে সমস্যায় পড়েছেন ওষুধ প্রস্তুতকারীরা। এতে দেশে ওষুধের মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। একই সাথে দীর্ঘমেয়াদে রপ্তানিতেও ভাটা পড়বে বলে মনে করেন তারা। আমদানি প্রক্রিয়ায় ডলারের ব্যবহার কমিয়ে অন্য মুদ্রা ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।

দেশের ৯৮ ভাগ চাহিদা মিটিয়ে বিশ্বের দেড়শ’টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। মুদ্রার এ পিঠে এমন সম্ভাবনার খবর থাকলেও অপর পিঠে আছে শঙ্কার কথাও। সম্প্রতি ডলার সংকটে হোচট খেতে বসেছে ৯৮ ভাগ কাঁচামাল আর মেশিনারিজ আমদানি করা খাতটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরেরে প্রথম ছয় মাসে এ খাতের কাঁচামাল আমদানি কমেছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৪১ শতাংশ। একইভাবে উৎপাদন খাতে ব্যবহৃত মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে প্রায় ৩৬ শতাংশ। যার ফলে ওষুধের দামে আবার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। 

ওষুধ শিল্প সমিতির মহাসচিব মো. শফিউজ্জামান বলছেন, এমনিতেই উচ্চ শুল্কের জাতাকলে ওষুধের কাঁচামাল। তার উপর প্রয়োজনীয় পণ্য আমাদানি করতে না পারলে রপ্তানিতে বড়সড় হোচট খেতে পারে ওষুধ শিল্প।

বিশ্লেষকরা বলছেন, কাঁচামাল আর মেশিনারিজ আমদানিতে প্রয়োজনে চীনা মুদ্রার ব্যবহার বাড়ানো যেতে পারে।

ReplyForward