তাক্বওয়া ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই আদর্শ রাষ্ট্র গঠন সম্ভত হবে  : মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী 

আজ (১৩ রমজান) বুধবার  পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ  কর্তৃক আয়োজিত  রমজানের তাৎপর্য  র্শীষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  বলেন।

 তাক্বয়া ভিত্তিক নেতৃত্ব দিয়েই আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব। একজন মুসলিমের জীবনের সর্বক্ষেত্রে যেনো তাক্বওয়ার উপস্থিতি নিশ্চিত হয় জন্য মহান আল্লাহ মাহে রমজানে সিয়াম সাধনার কর্মসুচি দিয়েছেন। এই তাক্বওয়া ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই আদর্শ রাষ্ট্র গঠন সম্ভত হবে।

সংগঠনের আহবায়ক  মাওলানা সুলাইমান মাদনীর  সভাপতিত্বে ও সদস্য সচিব  মুঈনুদ্দীন মানিক এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক  মাওলানা জয়নুল আবেদীন, মহানগর দক্ষিণ জমিয়তে সেচ্ছাসেবক  সম্পাদক  মাওলানা ইমরানুল বারী সিরাজি,ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি ছাত্র নেতা রিদওয়ান মাজহারী, ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারী মাওলানা হুজাইফা ইবনে ওমর।

প্রধান বক্তা ছিলেন 

যুব জমিয়ত বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক 

মাওলানা চৌধুরী নাছির আহমদ 

আরো উপস্থিত ছিলেন 

মাওলানা বুরহান উদ্দিন 

মাওলানা রিয়াজুল ইসলাম 

মাওলানা আনোয়ার হুসাইন 

ছাত্র নেতা সাদ উল্লাহ