গত তিনদিনে দেশে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অধিদফতর বলছে, চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আরও বাড়তে পারে দিনের তাপমাত্রা।
সোমবার (১০ এপ্রিল) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়- ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা আরও বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।
আজ ঢাকায় দক্ষিণপশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭২ শতাংশ ছিলো বলে আবহাওয়া অফিস জানিয়েছে।