তারাবি এবং সেহরিতে লোডশেডিং হবে না: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: রমজানে তারাবি এবং সেহরিতে লোডশেডিং হবে না, প্রয়োজনে দিনের কোন সময়ে ২/৩ ঘণ্টা লোডশেডিং করা হবে।

প্রধানমন্ত্রী আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এই কথা বলেন।

তিনি বলেন, রমজান সংযমের মাস, বিশেষ একটা খাবার ছাড়া ইফতার করা যাবে না, এমন দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। তাহলে একটি পণ্য নিয়ে হাহাকার হবে না।

বাজারে নজরদারিতে সংসদ সদস্যসহ নির্বাচিত সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে ব্যাংক ঋণের সুদহার আবার কমানোর চিন্তা করা যাবে। বিনিয়োগ যাতে বাধাগ্রস্ত না হয় তা বিশেষ বিবেচনায় থাকবে।

এছাড়াও দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা সৃষ্টিতে ষড়যন্ত্রকারীদের কোন গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।