তিউনিসিয়ার গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

মুফতি শায়খ ওসমান বিত্তিখ – ফাইল ছবি।

তিউনিসিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ ওসমান বিত্তিখ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী তিউনিসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।

শায়খ ওসমান বিত্তিখের জন্ম তিউনিস শহরে, ১৯৪১ সালের ১৭ এপ্রিল। তিনি তিউনিশিয়ার বিখ্যাত বিদ্যাপীঠ আজ-জাইতুনাহ ইউনিভার্সিটি থেকে ইসলামী শরীয়াহ বিষয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেন।

গ্র্যান্ড মুফতি হিসেবে তার অভিষেক হয় ২০০৮ সালে। ২০১৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালে শায়খ ধর্ম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সাল থেকে ধর্মমন্ত্রীর পদমর্যাদায় ফের গ্র্যান্ড মুফতির পদটি অলঙ্কৃত করেন তিনি।

এই বছরের শুরুর দিকে তিউনিসিয়া যখন রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি, তখন দেশকে বাঁচাতে জনগণকে বিশেষ ফান্ড গঠনের আহ্বান জানান তিনি। এরপরই মূলত তিনি বিশ্বমিডিয়ায় আলোচিত হওয়া শুরু করেন।

সূত্র : আলজাজিরা