তুরস্কে ফের ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

তুরস্কের মালাতিয়া প্রদেশে আজ দুপুরে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে চারজন নিহত ও ১০০

জন আহত হয়েছে। এ ঘটনায় ধসে পড়েছে কমপক্ষে ২২টি ভবন। বিধ্বস্ত ভবনগুলোতে অজ্ঞাত সংখ্যক মানুষ আটকা পড়েছে বলে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে।

টিআরটির সংবাদদাতা জাফর হাসনাইন জানান, বিধ্বস্ত ভবনগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কর্তৃপক্ষ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশিরভাগ ভবনে আগে থেকে মানুষ বসবাস ছেড়ে দিয়েছে। তারপরও কিছু মানুষ আটকা পড়ার খবর জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা।

স্থানীয় কর্মকর্তারা জানান, ৬ ফেব্রুয়ারির প্রলয়ঙ্করি ভূমিকম্পের পর থেকে মালাতিয়াসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোতে বহুবার ভূকম্পন হয়েছে। শুক্রবার দুপুরেও মালাতিয়ায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। শহরের বহু মানুষ ভূমিকম্পের ঝুঁকি এড়াতে বাসাবাড়ি ছেড়ে খোলা জায়গায় দিনাতিপাত করছেন। আজ দুপুরে এক ব্যক্তি তার কণ্যা সন্তানসহ প্রয়োজনীয় কিছু জিনিস আনতে নিজের বাসভবনে যান। তারা সেখানে আটকা পড়েন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালাতিয়া প্রদেশে ভূগর্ভের ৬ দশমিক ৯৬ কিলোমিটার গভীরে। গ্রিনিচ সময় সকাল ৯:০৪ মিনিটে (বাংলাদেশে বিকেল ৩:০৪) এ ভূমিকম্প আঘাত হানে। নিকটবর্তী দিয়ারবাকির, আদিয়ামান, সানিলুরফা, এলাজিগ প্রদেশেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।