আবারও চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। শুক্রবার চীনা আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়েছেন।
শি জিনপিং ন্যাশনাল পিপলস কংগ্রেসে দুই হাজার ৯৫২ ভোট পেয়েছেন।এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার অনুমোদন দিল দলটি। খবর সিএনএনের।
এর আগে ২০১৮ সালেও সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হয়েছিলেন শি। একই বছর দেশটির সরকার কিছু সাংবিধানিক বিধান বাতিল করে যা তাকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে বাধা প্রদান করতে পারে।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শির পক্ষে হাততালি দেন।
বার্ষিক আইনসভার এ বৈঠকে শিকে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়। এটি এমন একটি পদ যা তাকে সক্রিয় কর্মীদের পরিপ্রেক্ষিতে বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনীর প্রধান করে তোলে।
এর আগে গত বছর ২২ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনপিংকে দলের মূল নেতা হিসেবে আবারও অনুমোদন দেওয়া হয়। আর এর মাধ্যমেই নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তার।