দক্ষিণ চীন সাগরে চীন-ফিলিপাইনের মধ্যে সংঘর্ষ

রোববার (১০ ডিসেম্বর) দক্ষিণ চীন সাগরের একটি প্রবালপ্রাচীরের কাছে চীনের একটি জাহাজের সাথে ফিলিপাইনের একটি নৌযানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। চীন কর্তৃক ফিলিপাইনের তিনটি নৌযানকে জলকামান ব্যবহার করে আটকে দেয়ার একদিন পরেই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

ঘটনার পর ফিলিপাইন সরকার চীন তাদের ওপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে এবং এর পরিণতি ভয়ানক হবে বলে হুশিয়ারি দেয়।

দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন, চীন এবং অন্যান্য রাষ্ট্রের মধ্যে বিরোধ রয়েছে।ফিলিপাইন সরকারের ভাষ্যমতে, চীন স্প্র্যাটলি দ্বীপের কাছে তাদের তিনটি সাপ্লাই জাহাজকে উদ্দেশ্য করে জলকামান ছুঁড়ে। এমনকি চীনা নৌবাহিনীর একটি জাহাজ ফিলিপাইনের একটি জাহাজকে ধাক্কা দেয় বলে জানায় দেশটির ন্যাশনাল টাস্ক ফোর্স।

অভিযোগগুলোকে অস্বীকার করে চীনা কর্তৃপক্ষ জানায়, সঙ্কেত দেয়ার পরেও সেগুলো না মেনে ফিলিপাইন নিজেই সংঘর্ষে জড়িয়েছে।

ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন ফিলিপাইন চীনকে দক্ষিণ চীন সাগরে নিয়ন্ত্রন প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত বলে প্রচার করে আসছে।