দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

 

নিজস্ব প্রতিবেদক: 

অন্যান্য বছরের মতো এ বছরও আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রমযানের দুদিন আগ থেকে এই কার্যক্রম চলমান আছে। আরো কয়েকদিন চলমান থাকবে জানিয়েছে ফাউন্ডেশন।

এই বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈশ্বিক ও দেশীয় আর্থিক মন্দার কারণে অনেকের জন্যই পুষ্টিকর সাহরী ও ইফতারের ব্যবস্থা করা কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য ইসলামের ত্যাগের শিক্ষা ধারণ করে অভাবী সিয়াম পালকারীদের সিয়াম পালনে সহযোগিতা করা সময়ের শ্রেষ্ঠ ইবাদত।

বরাবরের মতো এ বছরও দাতাদের প্রদেয় ইফতার দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র সিয়াম পালনকারীদের মাঝে বণ্টন করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

মাত্র ১২০০ টাকায় একজন সিয়াম পালনকারীর সারা মাসের ইফতারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন।

এখন পর্যন্ত ২২ জেলায় ৫ হাজার ১২০ জন হতদরিদ্র পরিবারকে ইফতার পৌঁছে দেয়া হয়েছে।

এ বছর প্রত্যন্ত অঞ্চলের দরিদ্রদের পাশাপাশি ঢাকার বিভিন্ন পাবলিক প্লেস, ট্রাফিক সিগনাল ও লঞ্চঘাটে ইফেতারের সময় ঘরমুখো মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হবে বলে জানা গেছে।