পৌষের হাড়কাঁপানো শীত। হিমেল হাওয়া উপেক্ষা করেই গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে হাজারো মুসল্লির জটলা। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ পিকআপ ভ্যানে চড়ে এসেছেন ইজতেমা মাঠে। ইজতেমার প্রথম পর্ব শুরু হতে এখনো দুই দিন বাকি। তবে মঙ্গলবার সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিরা জড়ো হতে শুরু করে।তবে আজ বাদ মাগরিব উর্দু বয়ানের মাধ্যমে মাইক চালু করা হয়।ইজতেমা মাঠ ঘুরে দেখা যায়, ৮টি সড়ক, ৫টি ভাসমান সেতুসহ মোট ১৩টি প্রবেশপথ রাখা হয়েছে৷ প্রায় প্রতিটি প্রবেশপথেই মুসল্লিদের জটলা। তাঁদের সবার সঙ্গে ব্যাগ আর গাট্টিবোঁচকা। সবাই দল বেঁধে প্রবেশ করছেন মাঠে। পুরো মাঠে তখন জ্বলে উঠেছে বৈদ্যুতিক বাতির আলো। মাঠে ঢুকেই নিজ নিজ খিত্তায় অবস্থান নিচ্ছেন মুসল্লিরা।
পয়গাম প্রতিনিধির সাথে কয়েকজন মুসল্লির আলাপচারিতা হয়। মুসল্লিরা জানায়, তিন বছর পর ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর মাঠের পরিবেশ বা প্রস্তুতির বিষয়ে তাঁরা জানেন না। জায়গা পেতে যেন সমস্যা না হয়, তাই আগেভাগে চলে এসেছেন। শীতের প্রকোপ থাকলেও দীর্ঘদিন পর ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় তাঁরা বেশ উচ্ছ্বসিত।এদিকে গত দুই দিনে মাঠে মুসল্লিদের পাশাপাশি পুরো এলাকায় পুলিশ ও প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, ইজতেমা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠের দিকে নজর রাখছেন।