—মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া সহ-সভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

কিয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। দাজ্জাল এবং মিথ্যা নবুওয়াতের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীর মাঝে অদ্ভুত মিল পাওয়া যায়। এখানে তা উল্লেখ্য করা হল।
১) দাজ্জাল মিথ্যা নবুওয়াতের দাবী করবে। গোলাম আহমদ কাদিয়ানীও মিথ্যা নবুওয়াতের দাবী করেছে।
২) দাজ্জাল আল্লাহ হওয়ার দাবী করবে। গোলাম আহমদ কাদিয়ানীও আল্লাহ হওয়ার দাবী করেছে।
৩) দাজ্জালের কপালে কাফের শব্দ লেখা থাকবে। তা শুধু ঈমানদারাই দেখতে পাবে। আর গোলাম আহমদ কাদিয়ানীর কর্মকাণ্ডে কাফের হওয়াতে কোনো সন্দেহ নেই। মুমিন মাত্রই তা বুঝতে সক্ষম হবে।
৪) দাজ্জালের এক চোখ কানা হবে। গোলাম আহমদ কাদিয়ানীরও চোখ ট্যারা ছিল।
৫) দাজ্জাল ঈমানদারদের হত্যা করবে। আর গোলাম আহমদ কাদিয়ানী ঈমানদারদের ঈমান ধ্বংসের মিশন চালু করেছে।