দিনের ভোট রাতে করে চার বছর ক্ষমতায়, এটা রাজনৈতিক নেতাদের জন্য লজ্জার: ডা. জাফরুল্লাহ

দিনের ভোট রাতে করে সরকার চার বছর ক্ষমতায়, এটা রাজনৈতিক নেতাদের জন্য লজ্জার। এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেসে এ কথা বলেন তিনি।ডা. জাফরুল্লাহ বলেন, বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মী আটক করা হচ্ছে। জামিন পাচ্ছেন না তারা। এতে প্রতিহিংসার রাজনীতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশ আজ নৈরাজ্যের রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, বিএনপির উচিত ছিল ১০ ডিসেম্বর সরকার পতনের আন্দোলনে বসে যাওয়া। তা না করে এমপিদের পদত্যাগ দুঃখজনক।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, আলোচনা করতে আসলে সবাইকে চা খাওয়াবেন তিনি। তা না করে ধরে ধরে জেলে পাঠানো হচ্ছে। রাজনীতিক নয়, আমলা দিয়ে দেশ চালানো হচ্ছে, যাতে বিপদে পড়বে আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।

ইউএইচ/