দিল্লির উপমুখ্যমন্ত্রীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সিবিআই

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। গতকাল সোমবার কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে দিল্লির বিশেষ জজ আদালতে হাজির করলে বিচারক এম কে নাগপাল তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

সিবিআই আদালতকে জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মনীশ তাঁদের আলোচিত আবগারি নীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের এলোমেলো উত্তর দিচ্ছেন। তিনি আবগারি নীতির অন্তত ছয়টি বিতর্কিত বিধান ব্যাখ্যা করতে ব্যর্থ হন, যেগুলো এই নীতির প্রথম খসড়ার অংশ ছিল না। সিবিআইর দাবি, ১০০ কোটি রুপির বিনিময়ে একটি মদ উৎপাদন প্রতিষ্ঠানের লবির চাপে নীতিতে এই পরিবর্তনগুলো করা হয়েছিল।

সিবিআই আরও দাবি করেছে, তারা মনীশ সিসোদিয়ার কম্পিউটার থেকে একটি ড্রাফট নোট উদ্ধার করেছে। যেখানে দেখা যাচ্ছে, আবগারি নীতিতে লভ্যাংশের হার ৫ থেকে পরিবর্তন করে ১২ শতাংশ করা হয়েছে। তদন্তে জানা গেছে, সিসোদিয়া আবগারি কমিশনারকে একটি নোট পাঠান, যেখানে নীতির খসড়া থেকে আইন বিশেষজ্ঞের মতামত সরিয়ে দেওয়ার জন্য বলা হয়।

এদিকে মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যের বড় শহরগুলোয় বিক্ষোভ করেছে তার দল আম আদমি পার্টি (আপ)। দিল্লিতে এদিন আপ নেতাকর্মী বিজেপির সদরদপ্তরের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে আপ নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষ হয়। দিল্লি ছাড়াও এদিন কলকাতা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, ভোপালসহ বিভিন্ন বড় শহরে কড়া নিরাপত্তা উপেক্ষা করে বিক্ষোভ করে আপ নেতাকর্মী। সূত্র :এনডিটিভি।