দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদীস হযরতুল উস্তাদ আবুল কাসেম নুমানী হাফি.এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মিরাঠ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ সকলের নিকট হযরতুল উস্তাদের সুস্থতার জন্য দুআর আবেদন করা হয়েছে ৷ আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা নসীব করেন৷
হযরতুল উস্তাদ বাংলাদেশের তিনদিনের সফরের পুরোটা সময় অসুস্থ ছিলেন৷ অসুস্থ অবস্থায় পুনরায় দেওবন্দ ফিরেছেন৷ দেওবন্দ গিয়ে অবস্থার আরো অবনতি ঘটেছে, যার দরুন হাসপাতালে ভর্তি করাতে হয়েছে৷