
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দ্বিতীয়বারের মত যুদ্ধবিরতি ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, ইসরায়েল জিম্মিদের মুক্তির জন্য আরেকটি মানবিক বিরতি এবং অতিরিক্ত মানবিক সহায়তার জন্য প্রস্তুত। তবে তিনি গাজায় চলমান পরিস্থিতির জন্য হামাসের নেতৃত্বকেই দায়ী করেছেন।
মঙ্গলার(১৯ ডিসেম্বর) দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
তবে বন্দিমুক্তি নয় সংঘাত অবসানে যে কোন পদক্ষেপের জন্য তারা প্রস্তুত। হামাসের জ্যৈষ্ঠ কর্মকর্তা বাসেম নায়েম বলেন, আমরা ইসরায়েলের অব্যাহত গণহত্যামূলক যুদ্ধের অধীনে বন্দি বিনিময়ের বিষয়ে যেকোনো ধরনের আলোচনাকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।
উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯ হাজার ৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলই বাহিনীর অভিযানের সময় ৩০১ জনের প্রাণ গেছে। এর মধ্যে ৭২টি শিশু। আহত ৩ হাজার ৩৬৫ জনের বেশি।