দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা অভাবগ্রস্ত রোজাদারদের পাশে দাঁড়ান: জমিয়ত মহাসচিব

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। বাজারে গিয়ে চড়া মূল্যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী ক্রয় করা দরিদ্র মানুষের পক্ষে মোটেই সম্ভব নয়। সরকারও বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। যারা সারাদিন পরিশ্রম করে দু-বেলা খাবার যোগাতে হিমশিম খায়, তারা আবার কী ভাবে ইফতার সামগ্রী ক্রয় করবে? এমতাবস্থায় বিত্তবানদেরকে সাধ্যমত অসহায় রোজাদারদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মাসব্যাপী সারাদেশে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ দূপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে জমিয়ত মহাসচিব এ সব কথা বলেন।
কামরাঙ্গীচর থানা জমিয়তের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমদ, ঢাকা মহানগর জমিয়ত নেতা মাওলানা আব্দুর রশিদ চৌধুরী,কামরাঙ্গীরচর থানা সভাপতি মুফতী মাওলানা সলীমুল্লাহ খান,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাকসূদুল হক ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সাদ বিন জাকির প্রমুখ।