দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনুন এবং কারাবন্দী আলেমদের মুক্তি দিন

-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন: মাহে রমজানে মধ্যবিত্ত ও নিম্ম আয়ের মানুষেরা নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ঠিকমত কিনতে পারছে না। বাজারে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন: দ্রব্যমূল্য দ্রুত সহনীয় পর্যায়ে আনুন এবং কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন।

আজ (২৫ মার্চ) শনিবার বিকাল ৫টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত “দরিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক  আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা বিনয়ামিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন মুফতী মাহবুবুল আলম, মাওলানা শরীফ মোহাম্মাদ ইয়াহইয়া, মুফতী সলীমুল্লাহ খান, মুফতী বশীরুল হাসান খাদিমানী, মাওলানা নুরুল আলম ইসহাকী ও মাওলানা হাসান প্রমূখ।