বজ্রপাতে নরসিংদী ও টাঙ্গাইলের কালিহাতীতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নরসিংদীর আলোকবালী ও হাজীপুরে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও দু’জন। এরআগে টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
নরসিংদী সদর থানা পুলিশ জানায়, সকালে নিহত কামাল, শরিফা ও ইয়াকুবসহ বেশ কয়েকজন খেতে ধান কাটছিল। সাড়ে ১২ টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় নিহত শরিফা ইয়াকুব ও কামালসহ ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইয়াকুব, শরিফা ও কামাল মারা যায়।
আহত দু’জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। আর আহত দু’জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টাঙ্গাইলে নিহতরা হলেনঃ আফজাল হোসেন এবং মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলা সদরে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।