নাটোর পৌর এলাকায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুলের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩১ ডিসেম্বর) রাতে নাটোর পৌরসভার ১নং ওয়ার্ডের চৌমুহনী ঘোড়াগাছা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পে থাকা চেয়ার ও পর্দা পুড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর পৌর এলাকার ১নং ওয়ার্ডে চৌমুহনী ঘোড়াগাছা এলাকার নৌকা সমর্থকরা রোববার নির্বাচনি ক্যাম্পিং শেষে বাড়ি চলে যায়।
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন দেয়। ভোরে মুসল্লিরা নামাজে যাওয়ার পথে আগুন দেখতে পেলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, এ সময় ক্যাম্পে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার এবং কাপড়ের পর্দাগুলো পুড়ে যায়। এছাড়া কালুরমোড়, লালবাজার এলাকায় আরও দুইটি নির্বাচনী ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের জানান, ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা তিনি জেনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।