নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের বৃহত্তর শহর অকল্যান্ডে গত শুক্রবার থেকে টানা বৃষ্টিপাত চলছে। এর ফলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে ভূমিধস-বন্যার পাশাপাশি সড়ক যোগাযোগও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে বন্যায় নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ বন্যার কবলে পড়া অকল্যান্ডে গত শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া উত্তর দ্বীপে আজ রোববার ও আগামীকাল সোমবার ভারী বৃষ্টিপাতে গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে নিউজিল্যান্ডে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান মেটসার্ভিস।

এদিকে, বন্যার কবলে শত শত মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। তবে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। বন্যার কারণে অকল্যান্ড বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী কার্মেল সেপুলনি বলেছেন, এ বন্যার সবচেয়ে ভয়াবহ দিক হলো আমরা প্রাণ হারাচ্ছি।
এদিকে, গত শুক্রবার অকল্যান্ডে ১৫ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা গ্রীষ্মকালীন স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৭৫ শতাংশ বেশি বলে জানা গেছে।