নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পটির কেন্দ্রটি নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্স।

ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূ-গর্ভের ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কার্মাডেক দ্বীপের কোনো কোনো স্থানে দশমিক ৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এবং এর আশপাশের অঞ্চলগুলো প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এই অঞ্চলে মাঝে মাঝেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

গত মাসেও নিউজিল্যান্ডে একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। ১৫ ফেব্রুয়ারি আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। সে ভূমিকম্পের আগে দেশটিতে ভয়াবহ বন্যা, ভূমিধসের ঘটনা ঘটে।