নিউ ইয়র্কে দূর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাফেলো এলাকায় দূর্বৃত্তের গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। বাফেলোর জেনার ইস্ট ফেরিতে শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টায় এই হামলার ঘটনা ঘটলেও রাত ৮টায় পুলিশ নিহতদের পরিবারকে মৃত্যুর খবরটি জানায়। হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিহতদের মধ্যে একজনের নাম আবু সালেহ মো. ইউসুফ।তিনি সিলেটের মেজরটিলার বাসিন্দা। নিহত অপর ব্যক্তির নাম বাবুল। তার বাড়ি কুমিল্লায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার দুজন তাদের নিজেদের বাসার  কন্সট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর ভিতর থেকে গুলি করে হত্যা করা হয়। তারা দুজনই কিছুদিন আগে বাফেলোতে থাকতে শুরু করেছিলেন বলে জানা গেছে।

হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মানুষেরা উত্তেজিত ও শোকার্ত হয়ে পড়েন। শোকসন্তপ্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে স্থানীয় বাফেলো মুসলিম সেন্টারে এক গণজমায়েতে হত্যা পরবর্তী কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হবে।