নিজেরাই বড় উৎপাদনকারী, তারপরও রুশ তেল কিনছে আমিরাত, সৌদি আরব

পয়গাম বাণিজ্য ডেস্ক:

বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত এখন রাশিয়া থেকে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ অপরিশোধিত তেল কিনছে। জাহাজের গতিবিধিসংক্রান্ত তথ্য এবং তেলের ব্যবসার সঙ্গে সম্পর্কিত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

রাশিয়ার ওপর এখন পশ্চিমা বিশ্বের অবরোধ রয়েছে এবং এই অবরোধের সঙ্গে মস্কো কীভাবে মানিয়ে নিচ্ছে, আরব আমিরাতের এই জ্বালানি তেল কেনা সম্ভবত তার একটি উদাহরণ। ইউক্রেনে হামলার পর অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে রাশিয়া। ওই হামলাকে রাশিয়া অবশ্য ‘বিশেষ সামরিক অভিযান’ হিসাবে বর্ণনা করে।

রাশিয়া এখন অপরিশোধিত এবং পরিশোধিত এই দুই ধরনের তেলই কম দামে বিক্রি করছে। তবে অবরোধের কারণে রাশিয়া এখন খুব কম দেশের কাছে তেল বিক্রি করতে পারছে।

আরও বেশি সহযোগিতা

সৌদি আরব তার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে ব্যবহারের জন্য এখন আরও বেশি পরিমাণ রুশ জ্বালানি তেল আমদানি করছে। এর ফলে তারা আরও বেশি নিজেদের উৎপাদিত অপরিশোধিত তেল রপ্তানি করতে পারছে।

তবে সংযুক্ত আরব আমিরাতে এর আগে মাত্র এক জাহাজ রুশ তেল যাওয়ার খবর ছিল। চীন, ভারত এবং বেশ কয়েকটি আফ্রিকান ও মধ্যপ্রাচ্যের দেশ রাশিয়ার অপরিশোধিত তেল এবং পণ্য আমদানি বাড়িয়েছে। তবে অনেক দেশ আবার এ ধরনের পণ্য কেনাকে নিষিদ্ধ কিংবা নিরুৎসাহিত করেছে।

ওপেক প্লাসেও সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। ওপেক প্লাস হলো তেল রপ্তানিকারক দেশ ও তাদের মিত্রদের সংগঠন।

রয়টার্স এইকনের তৈরি করা জাহাজের গতিবিধিসংক্রান্ত এমন তথ্য দেখেছে, যার মাধ্যমে জানা যায় যে ২০২২ সালের নভেম্বরে একটি জাহাজ রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রুওয়াইস তেল পরিশোধন কেন্দ্রে এসেছিল।

আরেকটি জাহাজ রাশিয়ার উরাল অপরিশোধিত তেল নিয়ে এ মাসের আরও আগের দিকে ফুজাইরায় আসে। কেপলারের তথ্যও জানাচ্ছে যে এই দুটি সরবরাহের ঘটনা ঘটেছিল।

রাশিয়ার অপরিশোধিত তেলের ব্যবসা সম্পর্কে খোঁজখবর রাখে এমন একটি সূত্র বলছে, ‘সংযুক্ত আরব আমিরাতে মাঝেমধ্যেই জাহাজে তেল পাঠানো হয়’।