নিরস্ত্র যুবককে হত্যা করল ইসরায়েল

পয়গাম ডেস্ক :

ইসরায়েলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণাঞ্চলের হুয়ারা শহরের কাছে একজন নিরস্ত্র ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম আব্দুল্লাহ সামি কালালেহ (২৬)।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই যুবক নিহত হয় বলে জানিয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমাদ জিব্রিল জানান, ইসরায়েলি বাহিনীর হাতে গুরুতর আহত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে-  একজন সন্দেহভাজন হুওয়ারা এলাকায় একটি সেনা ঘাঁটি সংলগ্ন ফাঁড়ির দিকে হেঁটে আসে। পরে তাদের বাহিনী “বাতাসে গুলি চালায়”। তারা আরো জানানয়, কালালেহ একজন সৈন্যকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তখন অস্থানে থাকা অন্য একজন সৈনিক গুলি চালায় এবং তাকে আঘাত করে।’ কালালেহ নিরস্ত্র ছিল বলেও উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আব্দুল্লাহ সামি কালালেহ নিহত হওয়ার মধ্য দিয়ে এ বছরের কয়দিনে ৩৬ ফিলিস্তিনি নিহত হলো। এদের মধ্যে আট শিশু ও একজন বয়স্ক নারী রয়েছেন। 

অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোকার তুর্ক শুক্রবার সকালে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র : আলজাজিরা