রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর দেশের পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের যাত্রা স্থগিত করে রেলওয়ে কতৃপক্ষ। এবার পূর্বাঞ্চলেরও ৪২টি ট্রেন (লোকাল, মেইল ও কমিউটার) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের মধ্যে বেনাপোল এক্সপ্রেস বন্ধ থাকবে ৬, ৭ ও ৮ জানুয়ারি। এছাড়া বাকি ট্রেনগুলো আজ ও আগামীকাল (ভোটের দিন) বন্ধ থাকবে।
নিরাপত্তার কথা চিন্তা করেই ট্রেন চলাচলে সাময়িক এ স্থগিতাদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
এর আগে গতকাল (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন নারী ও শিশুসহ ৪ জন। দগ্ধ আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
এ ঘটনার পর গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের চলাচল স্থগিতের ঘোষণা দেয়।