পয়গাম ডেস্ক :
সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকায়ও সূর্যের দেখা মিলছে না। হাড়কাঁপানো শীতে রাজধানীবাসীর অবস্থা এখন নাকাল। শীত থেকে রেহাই পেতে তাই গরম কাপড়ের দোকানে ছুটছে মানুষ। এতে হঠাৎ করেই বেড়েছে এসব দোকানে বেচাকেনা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গরম কাপড়ের অনেক বিক্রেতা এখন দম ফেলার সময় পাচ্ছেন না।তীব্র শীতের মধ্যে যখন গরম কাপড় বিক্রেতার ‘কথা কওনের সময় নেই’।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে এমন বার্তা দিচ্ছে । তাঁরা বলছে, আজ দেশের অন্তত ১৬টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশির ভাগ এলাকায় গতকাল শুক্রবারের তুলনায় আজ তাপমাত্রা কমেছে। তাই শীতের অনুভূতি বেড়েছে।
রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় শৈত্যপ্রবাহের কাছাকাছি পর্যায়ে নেমে এসেছে। শুধু কারওয়ান বাজারই নয়, গরম কাপড়ের বিক্রেতারা অতি ব্যস্ত খিলগাঁও ও মিরপুরে।
একই চিত্র গুলিস্তানে।গুলিস্তানের পাইকারি দোকানগুলোতে যাঁরা শীতের পোশাক বিক্রি করছেন, তাঁরা দম ফেলার সময় পাচ্ছেন না। হঠাৎ বিক্রি বেড়েছে। বিক্রি বেড়ে যাওয়ায় এখন বাড়তি দাম নিচ্ছেন তাঁরা।