নেতানিয়াহুর জনসমর্থন এখন সবচেয়ে কম: জরিপের রিপোর্ট

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনসমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে। গাজায় হামলা শুরুর পর থেকে তাঁর জনসমর্থন কমছে। সর্বশেষ এক জরিপ অনুযায়ী, দেশটির ২৩ শতাংশ মানুষ তাঁকে সমর্থন করছেন।

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ওই জরিপের ফল বলছে, ৪১ শতাংশ ইসরায়েলি দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে আবার ক্ষমতায় দেখতে চান।

চলতি জানুয়ারি মাসের শুরুর দিকের নেতাহিয়াহুর পক্ষে সমর্থন ছিল প্রায় ২৯ শতাংশ।