নেদারল্যান্ডসের আর্নহেম শহরে ‘ডোন্ট বার্ন, রিড’ শীর্ষক একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টটি আয়োজন করা হয় গত ১৩ জানুয়ারি ডাচ অতি-ডানপন্থী নেতা এডউইন ওয়াগেনসভেল্ডের কর্তৃক কোরআন পোড়ানোর প্রতিবাদে।
জ্যান্সপ্লেইন স্কোয়ারে অনুষ্ঠিত এই ইভেন্টে স্থানীয় ছয়টি মসজিদের ইমামসহ অন্যান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পথচারীদের মধ্যে বিনামূল্যে ডাচ ভাষায় অনুবাদিত কোরআনের কপি এবং ইসলামের ব্যাখ্যামূলক বই ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।
ডাচ দিয়ানেট ফাউন্ডেশনের সঙ্গে সংযুক্ত আর্নহেম তুর্কিয়েম মসজিদ ফাউন্ডেশনের সভাপতি গালিপ আয়দেমির বলেন, ‘তাদের লক্ষ্য হচ্ছে জনগণকে বোঝানো, কেন ইসলাম ও কোরআন মুসলমানদের জন্য পবিত্র।’
তিনি আর্নহেমের জনগণের মধ্যে ঐক্য ও সংহতির আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, ‘কোরআন ও অন্য পবিত্র গ্রন্থগুলো পুড়িয়ে না ফেলে পড়ুন।’
ইভেন্টে অংশ নিয়ে কোরআনের একটি কপি সংগ্রহ করেছেন জন মেটার্স নামের একজন ডাচ নাগরিক। তিনি শান্তিপূর্ণ এই ইভেন্টের প্রশংসা করেছেন এবং ওয়াগেনসভেল্ডের গত মাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন।
তিনি বলেন, ‘গত মাসে যে উস্কানিমূলক কাজটি করা হলো, এর মাধ্যমে কেবল মানুষে মানুষে শত্রুতাই সৃষ্টি হয়। এটি বোঝার জন্য কাউকে ধার্মিক হতে হবে বলে আমি মনে করি না।’