নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির পর্যটন এলাকা পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজটিতে ৭২ আরোহী ছিলেন। এর মধ্যে ৬৮ জন যাত্রী আর ৪ জন ক্রু। তবে তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।নেপালে প্রায়ই উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে গত বছর মে মাসে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই নিহত হন