১১ নভেম্বর (শুক্রবার) রাত নয়টায় ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে পয়গায়ে হক বিশেষ সংখ্যা উদ্বোধন হয়।
আবনায়ে আরজাবাদ সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও অন্যান্য দায়িত্বশীলদের উপস্থিতিতে পয়গামে হকের বিশেষ সংখ্যার উদ্বোধন হয়।
আবনায়ে আরজাবাদ সম্মেলন বাস্তবায়নের লক্ষে অনেকগুলো উপ-কমিটি করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রচার ও প্রকাশনা কমিটি।
প্রচার ও প্রকাশনা কমিটির প্রধান মাওলানা এনায়েতুল্লাহ ফারাবীর নেতৃত্ব মাওলানা নুরুন্নবী, মাওলানা ফখরুল হাসান, মাওলানা কাউসার আহমদ, মাওলানা এহসানুল হক ও মাওলানা যোবায়েরসহ জামিয়া আরজাবাদের দায়িত্বশীল ছাত্রদের দীর্ঘ দিনের চেষ্টা-প্রচেষ্টায় এই বিশেষ সংখ্যা প্রকাশিত হয়।